রাণীনগরে মিষ্টান্ন ভান্ডারে দুর্বৃত্তদের তাণ্ডব

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Aug 8, 2025 - 11:39
 0  1
রাণীনগরে মিষ্টান্ন ভান্ডারে দুর্বৃত্তদের তাণ্ডব

নওগাঁর রাণীনগরে একটি মিষ্টান্ন ভান্ডারের দরজা ভেঙে ঢুকে দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ছাই ছিটিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে দোকানের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে তারা। বুধবার (৬ আগস্ট) গভীর রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথাস্থ বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক।

ভান্ডারের মালিক জিয়াদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। বৃহস্পতিবার ভোরে এসে দেখেন দোকানের পেছনের দরজা ভাঙা। রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই, মিষ্টি, পরোটা তৈরির উপকরণসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ছিটিয়ে নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া ক্যাশবাক্স থেকে তিন হাজার ৭০০ টাকা ও নতুন-পুরাতন চুক্তিনামার কাগজপত্রও চুরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, “পূর্বশত্রুতার জেরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।” খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow