ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের, আহত ২

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর)
Aug 6, 2025 - 17:51
 0  2
ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের, আহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বাসচাপায় বিল্লাল খান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত বিল্লাল খান ভাঙ্গা উপজেলার জান্দি গ্রামের দেলোয়ার খানের ছেলে। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘স্টার ডিলাক্স’ নামক একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে চালক বিল্লাল খান ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow