বিএনপির কমিটিতে চাঁদাবাজ-ভূমিদস্যুদের স্থান নেই

সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৩ আগস্ট) শহরের ট্যাংকেরপাড় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। উৎসবমুখর এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "বিএনপির কোনো কমিটিতে চাঁদাবাজ ও ভূমি দখলদারদের স্থান হবে না।"
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল, স্লোগান আর ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ট্যাংকেরপাড় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগান, করতালি এবং উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা দীর্ঘদিন পর স্থানীয় রাজনীতিতে বিএনপির শক্তিশালী অবস্থানের জানান দেয়।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী দলের কমিটি গঠনে স্বচ্ছতা ও আদর্শিক শুদ্ধতার ওপর জোর দেন। তিনি বলেন, "আওয়ামী লীগের দোসররা যেন কোনোভাবেই আমাদের কমিটিতে স্থান নিতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। আমাদের দলে রিকশাচালক, ভ্যানচালক, শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের স্থান হবে। কিন্তু কোনো চাঁদাবাজ বা ভূমিদস্যুকে কমিটিতে রাখা হবে না।" তিনি নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলেন এবং পিআর পদ্ধতির নির্বাচনকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এবং সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান কেবল একটি সাংগঠনিক কর্মসূচি নয়, এটি আগামী দিনের সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ভিত্তি। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি আরও মজবুত হবে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে।
এই কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণসঞ্চার করেছে এবং দলের তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
What's Your Reaction?






