বাউল সম্রাট লালন সাঁইজির আখড়াবাড়িতে ভক্তদের ঢল, দুই উৎসবে মুখর ছেউড়িয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আখড়া বাড়িতে প্রতি বছর দুটি বিশেষ উৎসব পালিত হয়। এই উৎসবগুলোতে দেশ-বিদেশের ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। লালনের স্মরণে সংগীত পরিবেশন, স্মরণসভা ও ভক্তদের জন্য খাবার বিতরণ করা হয়।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, লালনের তিরোধান দিবস ও দোল পূর্ণিমায় লালন স্মরণ উৎসবের আয়োজন করা হয়। ভক্তরা এই আখড়া বাড়িতে এসে লালনের গান গেয়ে তাঁর স্মৃতি রক্ষায় অংশ নেন। লালনের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, "সব লোকে কয় লালন কি জাত সংসারে", "মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে" এবং "সত্য সুপথ না চিনিলে হবে না মানুষের দর্শন"।
সূত্র জানায়, ১৮২৩ সালে প্রতিষ্ঠিত লালন আখড়ার কেন্দ্রবিন্দু হলো তাঁর মাজার। যে ঘরে লালন সাঁইজী থাকতেন, মৃত্যুর পর সেখানেই তাঁকে সমাধিত করা হয়। মাজারকে ঘিরেই গড়ে উঠেছে লালন একাডেমী, লালন জাদুঘর ও লালন আশ্রম।
লালনের স্মরণে আয়োজিত এসব উৎসব শুধু ভক্তদের মিলনমেলাই নয়, বরং আধ্যাত্মিক চিন্তা ও দর্শনের এক বিশেষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি