ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব উদযাপন, শেষ হলো নয়দিনব্যাপী আয়োজন

ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘উল্টো রথযাত্রা’ উৎসব পালিত হয়েছে। এর মধ্য দিয়ে সম্পন্ন হলো নয় দিনব্যাপী রথযাত্রা কর্মসূচি।
উৎসব উপলক্ষে শনিবার (৫ জুলাই) সকাল থেকে শহরে বিভিন্ন মন্দিরের উদ্যোগে চারটি রথযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গন্তব্যে পৌঁছায়। প্রতিটি রথে হাজারো ভক্ত অংশ নিয়ে দড়ি টানার মধ্য দিয়ে তাদের শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করেন।
সকাল ৭টায় চৌধুরীবাড়ি দুর্গা মন্দির থেকে একটি রথ যাত্রা শুরু হয়ে গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে এসে পৌঁছে। এরপর সকাল ৮:৩০ মিনিটে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে আরেকটি রথযাত্রা বের হয়ে আলিপুর ব্রিজ, লাভলু সড়ক ও স্বর্ণপট্টি হয়ে পুনরায় শ্রীঅঙ্গনে ফিরে আসে।
সকাল ১০টায় গৌড় গোপাল আঙ্গিনা থেকে তৃতীয় রথটি বের হয়, যা শহরের ভাঙ্গা রাস্তার মোড় হয়ে প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে তিনটায় ইসকনের উদ্যোগে চতুর্থ রথটি বের হয়, যা শহর প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণকান্দার ব্যানার্জি বাড়িতে গিয়ে ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে রথটি ইসকন মন্দিরে ফিরিয়ে আনা হয়।
রথযাত্রা উপলক্ষে ইসকনের পক্ষ থেকে নয়দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ দিনে শ্রীঅঙ্গনে কিংকর বন্ধু ব্রহ্মচারীর পরিবেশনায় পদাবলী কীর্তন ভক্তদের মুগ্ধ করে।
পুরো আয়োজনে ধর্মীয় উৎসবের উন্মাদনা ও ভক্তি-ভরপুর পরিবেশ বিরাজ করে। রথযাত্রায় অংশ নেয়া হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে এক অভিন্ন আধ্যাত্মিক মিলনমেলা।
What's Your Reaction?






