পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 3, 2025 - 19:14
 0  2
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য ধর্মীয় আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে সুসংহত ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

তিনি বলেন, “আগামী ৬ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। এরই মধ্যে ২৭ জুন থেকে আশুরার দিন পর্যন্ত শিয়া সম্প্রদায়ের পাশাপাশি অনেক সুন্নি মুসল্লিরাও শোক পালন করছেন। রাজধানীর হোসাইনী দালান, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, মিরপুর পল্লবী, বড় কাটরা, বিবিকা রওজা সহ আশুরা উপলক্ষে গুরুত্বপূর্ণ সব স্থানেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।”

তিনি আরও জানান, ইমামবাড়াসমূহ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় ডিএমপির বিশেষায়িত ইউনিট সর্বক্ষণ প্রস্তুত থাকবে।

আশুরার মূল তাজিয়া মিছিল ৬ জুলাই সকাল ১০টায় হোসাইনী দালান ১ নম্বর গেইট থেকে শুরু হয়ে বকশি বাজার লেন, লালবাগ চৌরাস্তা, শহীদ মাজার রোড, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, নীলক্ষেত মোড়, ঢাকা কলেজ, সাইন্সল্যাব, ধানমন্ডি, বিজিবি গেইট হয়ে ধানমন্ডি লেক সংলগ্ন কারবালায় গিয়ে শেষ হবে।

মিছিল চলাকালে নগরবাসীকে বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। সেই সঙ্গে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যেনো আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মোঃ নজরুল ইসলাম, যিনি আশুরার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান, একই দিন হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রার অনুষ্ঠান রয়েছে। ফলে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সংশ্লিষ্ট সবাইকে পুলিশি নির্দেশনা অনুসরণ করারও অনুরোধ জানান তিনি।

এ সময় শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও ডিএমপির সিটিটিসি প্রধান মোঃ মাসুদ করিম, বিভিন্ন যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow