নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের এক বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করে।
সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে বলে জানিয়েছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।
বদলগাছী থানার ওসি সাইফুল ইসলাম জানান, টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
What's Your Reaction?






