ঝালকাঠিতে ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে হত্যার চেষ্টা: আতঙ্কিত এলাকাবাসী

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ৭৫ বছরের বেশি বয়সী এক বৃদ্ধা মহিলাকে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কানুনিয়া গ্রামের বানিয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধার নাম বিভারানী বেপারী। তার স্বামী মৃত অনীল বেপারী। ঘটনার রাতে রাত ২টা থেকে ৩টার মধ্যে কে বা কারা তার ঘরে ঢুকে তাকে নির্মমভাবে মারধর করে হত্যা চেষ্টা করে বলে স্থানীয়রা জানান।
এখনো পর্যন্ত এই ঘটনায় কারা জড়িত বা কেনই-বা এমন নৃশংসতা চালানো হয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা, পুরনো কোনো শত্রুতা থেকেই এ হামলা হয়ে থাকতে পারে। তবে সন্দেহভাজন কারো নাম এখনো উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ তৎপর রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






