কুবিতে নকলের ঘটনায় ব্যবহৃত মোবাইল ফেরত, ছাত্রদল নেতার হস্তক্ষেপের অভিযোগ

কুবি প্রতিনিধি
May 20, 2025 - 12:32
 0  2
কুবিতে নকলের ঘটনায় ব্যবহৃত মোবাইল ফেরত, ছাত্রদল নেতার হস্তক্ষেপের অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় নকলের অভিযোগে আটক দুজন শিক্ষার্থীকে ব্যবহৃত মোবাইল ফেরত দেওয়ায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অভিযোগ রয়েছে, ছাত্রদলের এক নেতার হস্তক্ষেপে নিয়ম বহির্ভূতভাবে মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয়।

আটক হওয়া শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ১৬তম আবর্তনের কাজী তাহাসিন ও সেলিম আহমেদ শিমুল। তারা ‘ইন্ট্রোডাকশন টু ফিকশন (ইএনজি-১১০৪)’ কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। গত ১৫ মে, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় সহকারী অধ্যাপক এমডি আবুল হায়াত তাদের মোবাইল থেকে নকল করার সময় হাতে-নাতে আটক করেন।

পরিদর্শক শিক্ষার্থীদের উত্তরপত্র ও মোবাইল জব্দ করেন এবং বিষয়টি বিভাগীয় প্রধান অধ্যাপক এম.এম শরিফুল করিমের কাছে হস্তান্তর করেন। তবে নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে নকলের প্রমাণ হিসেবে ব্যবহৃত সরঞ্জাম পরীক্ষানিয়ন্ত্রক দফতরে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। বরং তাদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নিয়ে মোবাইল ফেরত দেওয়া হয়।

পরীক্ষানিয়ন্ত্রক দফতরের প্রধান মোহাম্মদ নরুল করিম চৌধুরী বলেন, “নকল প্রমাণ হিসেবে ব্যবহৃত যেকোনো সরঞ্জাম তদন্তের জন্য আমাদের দফতরে জমা দিতে হয়। এসব যাচাই করে পরীক্ষাশৃঙ্খলা কমিটি শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে। মোবাইল ফেরত দেওয়ায় স্বচ্ছ তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।”

এদিকে, ঘটনার পর থেকে অভিযোগ উঠেছে, কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। তবে মোস্তাফিজুর এ অভিযোগ অস্বীকার করেছেন।

পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক শারমিন সুলতানা পরীক্ষার হল রুমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেতা দিয়ে কল দেয়, কত বড় সাহস!”—এমন মন্তব্য প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন। পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি গোপনীয় (কনফিডেনশিয়াল), এখন কিছু বলতে পারছি না।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা বিষয়টির স্বচ্ছ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow