ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Oct 5, 2025 - 18:20
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার (৫ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ১৬ জন নিহতের ঘটনার জন্য মোকতাদির চৌধুরীকে দায়ী করেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এদিন বেলা ১১টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে একটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী প্রমুখ।

বক্তারা বলেন, "আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী আলেমদের রক্ত ঝরিয়েছেন।" তারা অভিযোগ করেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যেখানে ১৬ জনকে খুন করা হয়। তাকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান তারা।

তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাই এই সরকারের কাছে শাপলা চত্বরের ঘটনাসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন তারা। সমাবেশ থেকে মোকতাদির চৌধুরী এবং সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির করে দ্রুত বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow