আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Sep 27, 2025 - 18:50
 0  4
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মরাপুকুরপাড় এলাকায় আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কালা মিয়া ও তার পরিবারের অভিযোগ, ওয়ারিশ সূত্রে তারা ৩০৫১ দাগের জমির মালিক। কিন্তু স্থানীয় প্রভাবশালী বজলু মিয়া আইনমন্ত্রীর ভাতিজা পরিচয়দানকারী বাবুল মিয়াকে নিয়ে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও জমিটি দখল করে নেয়।

সম্প্রতি, বজলু মিয়া ও তার সহযোগীরা রাতের আঁধারে বিতর্কিত জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে কালা মিয়া ও তার স্বজনেরা বাধা দেন। এই ঘটনার প্রতিবাদে এবং নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরতে কালা মিয়ার পরিবার ২৭ সেপ্টেম্বর সকালে কসবা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অভিযোগ উঠেছে, সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে বজলু মিয়ার সহযোগী শামিম, দ্বীন ইসলাম, রাজু, রায়হান, শোয়েবসহ আরও কয়েকজন অতর্কিত হামলা চালায়। এতে কালা মিয়ার পক্ষের ৫-৬ জন আহত হন। ভুক্তভোগীদের দাবি, এলাকার কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বজলু ও তার সহযোগীরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় দায়েরকৃত এজাহারে হামলাকারীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

নির্যাতিত কালা মিয়ার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নিজেদের জমির দখল ফিরে পেতে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow