পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক আংশিক কমিটি গঠন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 22, 2025 - 00:05
 0  6
পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক আংশিক কমিটি গঠন

পিরোজপুর জেলা বিএনপি'র ০৪ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আংশিক কমিটি গঠনের  বিষয়টি নিশ্চিত করা হয়। 

নতুন এ আহবায়ক আংশিক কমিটিতে মোঃ নজরুল ইসলাম খাঁনকে আহবায়ক ও সাইদুল ইসলাম কিসমত কে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করে নতুন এ আহবায়ক আংশিক কমিটি গঠন করা হয়। এছাড়া নারী নেত্রী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান কে যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে  সদস্য নির্বাচিত করে নতুন  এ আংশিক কমিটি গঠন করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদেরকে সংগঠিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, বিগত ০৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলা বিএনপি'র দ্বি- বার্ষিক কাউন্সিল গঠনকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ০৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিভক্তির মাধ্যমে পিরোজপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow