নবনির্বাচিত ফরিদপুর প্রেসক্লাব কমিটিকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 7, 2026 - 14:02
 0  6
নবনির্বাচিত ফরিদপুর প্রেসক্লাব কমিটিকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। আজ বুধবার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও মাদক নির্মূল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, "ফরিদপুরে পুলিশ প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে আসছে। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি পুলিশের সকল ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বিগত দিনের মতো ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ এমদাদ হোসেন (নোট: মূল টেক্সটে সামসুল আজম ছিল, আমি সেটিই রাখছি), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খোরশেদ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow