কাপ্তাইয়ের চিৎমরমে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চিৎমরম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে দেশ, জাতি এবং গণতন্ত্রের মুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়। মোনাজাতের সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মাহফিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে থাকবেন। মহান আল্লাহ তাকে যে বিরল সম্মান দিয়েছেন, তা দেশবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, সিনিয়র সহ-সভাপতি আবু সৈয়দ সওদাগর, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন এবং যুগ্ম সম্পাদক খ্যামংউ মারমা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাচিংউ মারমা ও মো. নুরুছাফা, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মো. ইউসুফ, ইউপি সদস্য থুইসাচিং মারমা এবং উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা।
যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সদস্য মো. নাজমুল, ইউনিয়ন যুবদলের আহবায়ক মংচউ মারমা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মামুন, সদস্য সচিব আকতার উদ্দিন মুন্না এবং যুগ্ম আহবায়ক থুইসাচিং মারমা।
ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ