ব্রাহ্মণবাড়িয়ায় ৭ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 3, 2026 - 21:12
 0  11
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে অবশিষ্ট তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত এই যাচাই-বাছাই শেষে সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা থেকে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)—এই তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল ও জটিলতা থাকায় ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তবে বিএনপি, জামায়াত ও জোটভুক্ত প্রার্থীদের কাগজপত্রে কোনো ত্রুটি না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নাছির উদ্দিন হাজারী; ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মুছা সিরাজী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে সদ্য বহিষ্কৃত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, শাহ মুর্তুজ আলী, মো. আবু কায়েস শিকদার, কাজী জমির উদ্দিন ও দেওয়ান মো. নাজমুল হুদা।

এই তিনটি আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়া হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন—ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুল খালেক। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির দুই প্রার্থী—চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মান্নান এবং স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নও বৈধ হয়েছে।

এর আগে গত শুক্রবার প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের একাংশ) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ওইদিন তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির চারজন গুরুত্বপূর্ণ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরুণ দে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বহিষ্কৃত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow