নওগাঁয় নতুন বছরের শুরুতেই ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jan 1, 2026 - 12:40
 0  1
নওগাঁয় নতুন বছরের শুরুতেই ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নতুন বছর ২০২৬-এর শুরুতেই মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে নওগাঁ জেলা পুলিশ। বছরের প্রথম প্রহরেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ৩১ ডিসেম্বর (বুধবার) রাতে এই অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, বদলগাছী থানাধীন থুপশহর গ্রাম এলাকা দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য বুধবার রাত ১০টার দিকে ওই এলাকার রমজান আলীর বাড়ির সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় মাথায় চটের বস্তা নিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে যেতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি স্থানীয় শামছুলের কলাবাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম সাদ্দাম হোসেন (৩১)। তিনি বদলগাছী উপজেলার চকমথুরা গ্রামের আব্দুল মজিদের ছেলে। আটকের পর তার হেফাজতে থাকা চটের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "নওগাঁ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নতুন বছর ২০২৬ সালে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।" তিনি মাদক নিয়ন্ত্রণে সমাজের সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow