বিজয়নগরে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Dec 26, 2025 - 23:02
 0  2
বিজয়নগরে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের এসব পণ্য উদ্ধার করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। জায়গাটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুপুর আনুমানিক আড়াইটার দিকে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী ‘রেইনবো কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ড ভ্যান ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে সন্দেহজনকভাবে সেটির গতিরোধ করা হয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৭১ হাজার ৯০০ পিস ভারতীয় কাবেরী মেহেদি, ২২ হাজার ৬৫২ পিস চকলেট, ৫৬৪ পিস ফেসওয়াশ এবং ৬৩০ কেজি ভারতীয় জিরা। বিজিবির হিসেব অনুযায়ী, উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৩ হাজার ১৬০ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরাইল ব্যাটালিয়ন। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow