ব্রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা, প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন অবশেষে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আগামী ২৯ ডিসেম্বর ঘোষণা করেছে । তবে বিশ্ববিদ্যালয়জুড়ে স্বস্তির বদলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা কারণ ঘোষিত সময়সূচিকে ‘অযৌক্তিক, কালক্ষেপণ এবং শিক্ষার্থী-বান্ধব নয়’ উল্লেখ করে এরই মধ্যে প্রতিবাদ ও ঘৃণাভরে প্রত্যাখান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচনের তারিখ শিক্ষার্থীরা জানতে পারলে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মাধ্যমে তা প্রত্যাখ্যান করেন। নির্বাচনী রোডম্যাপে উল্লেখিত প্রার্থিতা জমাদান, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দসহ যাবতীয় ধাপের সময়সূচি প্রকাশের মুহূর্তেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। শিক্ষার্থীরা নির্বাচনের সময়সূচিকে ‘অযৌক্তিক’ বলে অভিযোগ তোলেন। শিক্ষার্থীরা আগামীকাল কঠোর আন্দোলনের ডাক দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন,আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সাথে হঠকারিতা করলো। শিক্ষার্থীদের অধিকার আদায়ের তাদের কোন চিন্তা নেই। ইচ্ছাকৃতভাবেই নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা মনে করছি বন্ধের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা এটা শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল কে আবার পূর্ণ বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের আয়োজন করুক ।
আরেক শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, আমরা যারা শিক্ষার্থী আছি তাদের প্রধান দাবি ছিল প্রশাসন কর্তৃক ডিসেম্বরের প্রথম সপ্তাহের নির্বাচনের আয়োজন করা। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বর মাসের ২৯ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তকে আমরা শিক্ষার্থীরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন হলে শিক্ষার্থীদের উপস্থিতি থাকবে না যার ফলে নির্বাচনের আমেজ নষ্ট হবে। আমাদের দাবি একটাই ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন নির্বাচনের আয়োজন করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, এই নির্বাচনের তারিখ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারেনি এর জন্য আমরা এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি । বিশ্ববিদ্যালয় প্রশাসনিক শিক্ষার্থীদের ম্যান্ডেট কোন ভাবে বাস্তবায়ন করেনি তারা নির্দিষ্ট কোন গোষ্ঠী বা দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন। যারা নির্বাচন চায় না তাদের টার্গেট ছিল ডিসেম্বরে শেষের দিকে নির্বাচনের তারিখ নিয়ে যাওয়ার তারা তাতে সফল হয়েছে। আমাদের শিক্ষার্থীদের প্রশাসনের কাছে দাবি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যেকোন ভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
What's Your Reaction?
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ