বিজয়নগরে পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানার পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি বিশেষ টিম চান্দুরা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আলাদাউদপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেনের পিতা রমজান মিয়া ও মাতা পারভীন বেগম। তিনি চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকার বাসিন্দা। ঘটনার বিষয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিনিয়মে একটি মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ