আত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 18, 2025 - 18:06
 0  3
আত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আত্রাই উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (রাণীনগর–আত্রাই) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইলসাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে এসএম রেজাউল ইলসাম রেজু বলেন, “বিএনপি একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে যে আদর্শ স্থাপন করে গেছেন, সেই পথেই আমাদের অগ্রযাত্রা। নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়基层 থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, “ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকারের নিশ্চয়তার জন্য এই নির্বাচনে বিজয় অপরিহার্য।” তিনি উপস্থিত কর্মীদের এসএম রেজাউল ইলসাম রেজুর পক্ষে মাঠে থাকার আহ্বান জানান।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, এসএম ফারুক বকস্, যুগ্ম সম্পাদক মো. আ. মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর। বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটনসহ আরও অনেকে।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow