তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Nov 18, 2025 - 17:20
 0  4
তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন(ব্রাকসু) তফসিল ঘোষণা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের  দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে  বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

 শিক্ষার্থী তাসলিমা শেখ মিম বলেন, গত মাসের ২৮ তারিখে গঠনতন্ত্র পাস হলেও আজকে ২২ দিন পার হলেও কোনো নির্বাচনের কোন রোডম্যাপ আমারা দেখতে পাচ্ছি না৷ আমাদের আজকের কর্মসূচির প্রধান দুইটি উদ্দেশ্য প্রথমত আজকের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা চাই। দ্বিতীয়ত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন দিতে হবে। 

শিক্ষার্থী আহমদুল হক আলবির বলেন, আমাদের উপাচার্য স্যার বলেছিলেন এবছরের মধ্যে নির্বাচন হবে। আমরা তার কথায় বিশ্বাস রেখে বলতে চাই এ বছরের মধ্যে নির্বাচন দিতে হবে।কিন্তু তারা ব্যর্থ তারা তাদের কথার মর্যাদা ভঙ্গ করেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা এখানে এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য  আমরা সেই অধিকার নিয়েই ফিরবো। যদি প্রশাসনের তালা লাগাতে হয় আমরা তাই করব। 

আরেক শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আমরা চাই অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করুন । আর কোনো লুকোচুরি নয়  সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে নানান ধরনের পরিস্থিতি তৈরি হবে । নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হবে । আমরা সেই জটিলতা চাই না আমরা চাই ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ব্রাকসু নির্বাচন দিতে হবে। 

উল্লেখ্য এর আগে শিক্ষার্থীরা ব্র্যাকসন নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে  প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। গত ১১ নভেম্বর প্রশাসন ব্রাকসু নির্বাচন কমিশন পুনর্গঠন গঠন করেন। নির্বাচন কমিশন গঠনের ৭ দিন পার হলেও রোডম্যাপ ঘোষণা না করায় প্রকাশ করার শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow