আত্রাইয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জয়ী দলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নওগাঁর রানীনগরে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এ খেলায় বিজয়ী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ফুটবল টিমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জানা যায়, নওগাঁ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিপক্ষ সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। অভিযোগ রয়েছে, খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়রা ফেরার পথে সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, খেলোয়াড় ও তাঁদের সহযোগী বাহিনী মিলে দলটির ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তানভির, তোহা, নিরব, রায়হান, ইলিয়াস, জয়সহ আরও অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় সাজু মৃধা, রিফাত, রাহুল, জিহাদ ও সাজুর নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা হামলাকে ঘৃণ্য ও ন্যক্কারজনক বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। খেলাধুলা সম্প্রীতির প্রতীক—এমন হামলা সেই চেতনাবিরোধী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা উভয় কলেজের অধ্যক্ষ এবং রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বিতভাবে কাজ করছি।”
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ