কাউখালী উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম চলছে ভাড়া বাসায়: জনবল সংকট চরমে

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 16, 2025 - 14:50
 0  6
কাউখালী উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম চলছে ভাড়া বাসায়: জনবল সংকট চরমে

পিরোজপুরের কাউখালী উপজেলা পোস্ট অফিস দীর্ঘ ৭ বছর যাবৎ ভাড়া বাসায় কার্যক্রম চালাচ্ছে। নিজস্ব কোনো ভবন না থাকার কারণে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বর্তমানে মাত্র দুইটি ছোট কক্ষে অফিস পরিচালিত হওয়ায় গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও ফাইলপত্র যেখানে সেখানে রাখা হচ্ছে। অবহেলা ও অযত্নের কারণে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

২০১৮ সালের ১ জুন কাউখালী উপজেলা পোস্ট অফিসের নিজস্ব ভবন অকেজো হওয়ায় অন্যত্র ভাড়া নিয়ে অফিস কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলা পোস্ট অফিসে মোট ১০টি পদের মধ্যে ৬টি পদ শূন্য থাকার কারণে অফিসিয়াল কাজকর্মে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি উত্তম কুমার শিকদার অন্যত্র বদলি হওয়ার পর অপারেটর পারভেজ হাওলাদার ভারপ্রাপ্ত পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছেন।

বর্তমানে উপজেলা পোস্টমাস্টার, অপারেটর ১ জন, রানার ১ জন, প্যাকার ১ জন, পোস্টম্যান ২ জনসহ ৬টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া উপজেলা পোস্ট অফিসের অধীনে ১৮টি শাখা অফিস রয়েছে। জনবল ও নিজস্ব ভবন না থাকার কারণে সেবা নিতে আসা জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল সেবা গৃহীতার কাছে সময়মতো পৌঁছাতে দেরি হচ্ছে।

কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত পোস্টমাস্টার পারভেজ হাওলাদার জানান, জনবল সংকট ও নিজস্ব ভবন না থাকার কারণে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অবগত করা হয়েছে। পিরোজপুর জেলা পোস্টমাস্টার মোঃ আব্দুল হালিম জানান, বিষয়টি আমাদের জানা আছে। ভবনের কারণে কিছু সমস্যা হচ্ছে, তবে নিয়োগ দিলে জনবল সংকট সমাধান হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow