আলফাডাঙ্গায় বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড : চারটি ঘর ভস্মীভূত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Nov 16, 2025 - 14:47
Nov 16, 2025 - 15:01
 0  29
আলফাডাঙ্গায় বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড : চারটি ঘর ভস্মীভূত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে এনায়েত মন্ডলের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে টিনশেডের চারটি ঘরসহ ঘরের মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েত মন্ডল (৩৫), রবিউল মন্ডল, কালন মন্ডল (৬০) এবং মিজানুর রহমান (৩০) সহ পরিবারের সদস্যরা হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আলফাডাঙ্গা থানার জরুরি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow