হেমায়েতপুরে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান-এর নির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ এর সাধারণ সম্পাদক হিসেবে তাঁর দায়িত্ব পালনের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা (উত্তর) শাখা।
রবিবার (১৯ মে) রাত ৮টা ৪৫ মিনিটে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ সংগীয় অফিসার ও ফোর্সসহ মোঃ সালাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক সালাউদ্দিন মাদারীপুর সদর থানার শিলারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষিপুর মাতাব্বর বাড়ির বাসিন্দা। বর্তমানে তিনি হেমায়েতপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে দ্বীন ইসলামের বাড়িতে অবস্থান করছিলেন। তাঁর হেফাজত হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






