সিটি ব্যাংকের কানাইপুর শাখা এখন নির্মলেন্দু প্লাজায়

সিটি ব্যাংক পিএলসি-এর কানাইপুর বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আগের ঠিকানা ‘কানাইপুর স্কুল মার্কেট’ থেকে শাখাটি এখন ‘নির্মলেন্দু প্লাজা’, কানাইপুর বাজারে কার্যক্রম পরিচালনা করছে।
শনিবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ইব্রাহিম খলিল। কেক কেটে শাখার শুভ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের কানাইপুর বাজার শাখা ব্যবস্থাপক ইসরাত জাহান, ক্লাস্টার এবং ব্রাঞ্চ ম্যানেজার মো. শহীদুল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাসুম বিল্লাহ এবং কাস্টমার সার্ভিস ম্যানেজার কাজী মহিদুর রহমান।
উদ্বোধনী আয়োজনে কানাইপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ভবন মালিক নিরঞ্জন সাহা, মো. খোকন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাখার কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন স্থানে আরও উন্নত সেবা নিশ্চিত করতেই এই স্থানান্তর। গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্য ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা চালু থাকবে বলে আশ্বাস দেন তারা।
What's Your Reaction?






