সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সূচনা

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে র্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। এসময় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের আমিষের চাহিদা মেটাতে হলে দেশি মাছের উৎপাদন বাড়াতে হবে।
একই দিনে ফরিদপুরের নগরকান্দা, আলফাডাঙ্গা ও সদরপুর উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। নগরকান্দায় ইউএনও দবির উদ্দিনের উপস্থিতিতে র্যালি, মাছ অবমুক্ত ও আলোচনা সভা হয়। আলফাডাঙ্গায় ইউএনও রাসেল ইকবালের সভাপতিত্বে দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানানো হয়। সদরপুরে ইউএনও জাকিয়া সুলতানার সভাপতিত্বে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং স্থানীয় জেলেদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও একই দিনে নানা কর্মসূচি পালিত হয়েছে। রাঙামাটির কাপ্তাই, বান্দরবানের লামা, নওগাঁর আত্রাই ও রাণীনগর এবং কক্সবাজারের টেকনাফ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান।
সপ্তাহব্যাপী এ আয়োজনে পোনা বিতরণ, প্রদর্শনী, চাষিদের প্রশিক্ষণ ও মৎস্যচাষে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মতো নানা কর্মসূচি থাকবে। বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম তৈরি, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রাকৃতিক উপায়ে মাছের বংশবিস্তার বৃদ্ধির বিকল্প নেই।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ দেশের মৎস্যচাষে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?






