সাভারের বেদেপল্লীতে ডিবির হানা, ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 14, 2025 - 15:06
 0  4
সাভারের বেদেপল্লীতে ডিবির হানা, ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ঢাকার সাভারে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) এর একটি চৌকস দল।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম-বার) এর সুনির্দিষ্ট নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মুত্তালিব।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকায় একটি মাদক কেনাবেচার স্পটে হানা দেয় ডিবি পুলিশের দলটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাদের ঘিরে ফেলে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বক্তারপুর পোড়াবাড়ি এলাকার হারুনুর রশিদের ছেলে মোঃ রাখাল মাল (৩০) এবং বক্তারপুর গুচ্ছগ্রামের মৃত আমির হামজার ছেলে মোঃ আলী ফকির (৩৭)।

আটকের পর তাদের দেহ তল্লাশি করে মোঃ রাখাল মালের কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ আলী ফকিরের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বেদেপল্লীকে কেন্দ্র করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow