সদরপুরে মাদকের আখড়ায় ভ্রাম্যমাণ আদালতের হানা

ফরিদপুরের সদরপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এক আকস্মিক অভিযানে তিন মাদকসেবীকে হাতেনাতে আটকের পর প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের খবরে স্থানীয় মাদক কারবারি ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সদরপুরের সাতরশি গ্রামের জালাল বেপারীর ছেলে খোকন বেপারী (৪১), ভাঙ্গার বাকপুরা গ্রামের মো. সোবাহান শেখের ছেলে মো. রাকিব শেখ (২৫) এবং সদরপুরের ফুলমল্লিক গ্রামের জাহিদ ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (২০)।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, "মাদক আমাদের সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।"
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






