শ্রীনগর বাজারে অস্থায়ী কাঁচামালের আড়ৎ স্থানান্তরের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 28, 2025 - 15:28
 0  13
শ্রীনগর বাজারে অস্থায়ী কাঁচামালের আড়ৎ স্থানান্তরের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারের প্রাণকেন্দ্রে ভোরবেলা বসা অস্থায়ী কাঁচামালের আড়তের কারণে সৃষ্ট তীব্র জনভোগান্তি ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন শত শত ব্যবসায়ী। "কতিপয় স্বার্থান্বেষী মহলের" দখলে থাকা বাজারের প্রধান সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকালে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় শ্রীনগর-দোহার সড়কের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শ্রীনগর বাজার ব্যবসায়ী ও আহবায়ক কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের ক্ষোভ ও দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীনগর বাজার শুধু এই উপজেলার নয়, পার্শ্ববর্তী লৌহজং, সিরাজদিখান ও দোহার উপজেলার হাজার হাজার মানুষের কেনাকাটার প্রধান কেন্দ্র। কিন্তু প্রতিদিন ভোরে বাজারের প্রধান সড়কের উপর (পোস্ট অফিস রোড থেকে শ্রীনগর সরকারি কলেজ পর্যন্ত) অস্থায়ী কাঁচামালের আড়ৎ বসানোর কারণে পুরো এলাকাটি স্থবির হয়ে পড়ে। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী এবং বাজারের স্থায়ী ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী তোফাজ্জল হোসেন বলেন, "এই ঐতিহ্যবাহী বাজারটি এখন কতিপয় স্বার্থান্বেষী মহলের দখলে। ভোরবেলার এই অস্থায়ী আড়তের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, কেউই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। আমাদের স্থায়ী দোকানগুলোতে বেচাকেনা লাটে উঠেছে। আমরা এই 'জিম্মি দশা' থেকে মুক্তি চাই।"

বক্তারা আরও জানান, এই জনভোগান্তি নিরসনে বাজার কমিটি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে এই অস্থায়ী আড়ৎটি বাজারের বাইরে সুবিধাজনক কোনো স্থানে স্থানান্তরের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য সচিব শেখ আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম, শাহিন, স্বর্ণ সমিতির সভাপতি নারায়ন দাস মনা, ঔষধ ব্যবসায়ী মাইনুল হোসেন মঈন, মাসুদ রানা, কাপড় ব্যবসায়ী সুলতান নাসির, উর্মি ফ্যাশনের মালিক শেখ মজিবুর রহমান, ক্রোকারিজ ব্যবসায়ী আঃ রহিমসহ বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow