শ্রীনগরে শ্রমিকদল নেতাসহ ছেলেকে ফেসবুকে হত্যার হুমকি

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক শ্রমিকদল নেতা ও তার ছেলেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাগ্যকুল ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক কামাল খানের ছেলে শুভ খান অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর রাত ৮টার পর থেকে ‘চিমটি চিমটি সত্য’ নামের একটি ফেসবুক আইডি (https://facebook.com/comat.cimati) থেকে কামাল খান ও তার ছেলে শুভ খানের নামে মিথ্যা তথ্য ছড়ানো, কটূক্তিমূলক পোস্ট দেওয়া এবং তাদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।
শুধু অনলাইন নয়, কয়েকদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা শ্রমিকদল নেতা কামাল খানের বসতবাড়ির সামনে ইট দিয়ে তৈরি এক জায়গায় হাতে লেখা একটি চিরকুট রেখে যায়। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়।
ভাগ্যকুল ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক কামাল খান বলেন, “গত এপ্রিল মাসের ৭ তারিখে আমি আমার পদবিসংবলিত একটি ব্যানার ফেসবুকে পোস্ট করার পর থেকেই অজ্ঞাত ওই ‘চিমটি চিমটি সত্য’ আইডি থেকে আমার নামে নানা ধরনের অশালীন মন্তব্য, চিরকুটে হত্যার হুমকি ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত এই হুমকি অব্যাহত রয়েছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।”
এ বিষয়ে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মারফোজা খানম বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
What's Your Reaction?






