শ্রীনগরে পেশি শক্তির দাপট, গাছ কেটে নিয়ে প্রাণনাশের হুমকি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পেশি শক্তি ব্যবহার করে জোড়পুর্বক গাছ কেটে নিয়ে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শ্যামসিদ্ধি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল হক সাকিদার এ বিষয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে রজ্জব হাওলাদারকে প্রধান আসামি করে আজিজুল হাওলাদার, নাসির শেখ, দুলাল এবং বোরহান উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামসিদ্ধি এলাকার মৃত কানাই হাওলাদারের ছেলে রজ্জব হাওলাদার ও আজিজুল হাওলাদারগং দীর্ঘদিন ধরে নুরুল হকের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বৃহস্পতিবার সকালে রজ্জব গং জোরপূর্বক নুরুল হকের জমিতে থাকা প্রায় ৪০ হাজার টাকার মূল্যমানের বেশ কয়েকটি গাছ কেটে নেয়। বাধা দিলে নুরুল হককে প্রাণনাশের হুমকি দেয় তারা।
এ বিষয়ে শ্রীনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মারফুজা খানম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
What's Your Reaction?






