শিক্ষকের অপসারণ দাবিতে রাজশাহীতে নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Aug 27, 2025 - 07:30
 0  1
শিক্ষকের অপসারণ দাবিতে রাজশাহীতে নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজশাহীতে নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরের চৌদ্দপায় এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা টায়ার জ্বালান।

অভিযুক্ত শিক্ষক এ জে এম নূর আলম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে এক শিক্ষার্থীর কথোপকথনের অডিও প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অডিওতে তাঁকে আন্দোলনে অংশ নিলে ছাত্রত্ব বাতিলের হুমকি দিতে শোনা যায় বলে দাবি শিক্ষার্থীদের।

তবে নূর আলম ওই অডিওকে ‘এডিট করা’ বলে দাবি করেছেন।

প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow