লামায় ৮ দফা দাবি নিয়ে বিএডিসি শ্রমিকদের মানববন্ধন, কর্ম বিরতি চলছে

সারা দেশের মতো বান্দরবানের লামা উপজেলাতেও চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকদের কর্ম বিরতি। নিয়মিতকরণ, বছরব্যাপি হাজিরা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরিসহ ৮ দফা দাবিতে বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় লামা বিএডিসি উপ-পরিচালকের কার্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নারী-পুরুষ শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন দাবিতে শ্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক সমন্বয়ক মঞ্জুরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা। তারা অভিযোগ করেন, অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালের বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের দাবি, দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি মাসে ২২ দিনের স্থলে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, দুই ঈদে দুইটি বোনাস প্রদান, অযৌক্তিকভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং মৌসুমি নয়—সারা বছর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ঘোষণা দেন, ২০ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত খামারের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে খামারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত তাদের দাবিগুলো পূরণে উদ্যোগ না নেয়, তবে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন।
What's Your Reaction?






