লামায় ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনে প্রস্তুতি সভা

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Jul 14, 2025 - 14:17
 0  3
লামায় ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনে প্রস্তুতি সভা

লামা উপজেলায় ১৬ জুলাই “শহীদ আবু সাঈদ দিবস”, ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” এবং ৮ আগস্ট “নতুন বাংলাদেশ দিবস” উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র নির্দেশিকা পাঠ করে শোনানো হয়। সারা দেশের ন্যায় পার্বত্য লামা উপজেলাতেও জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান কেন্দ্রিক।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত স্থানে গ্রাফিতি আঁকবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব দেয়াল নেই, তারা কমিটির নির্ধারিত দেয়ালে আঁকতে পারবে। তবে পূর্বের গ্রাফিতি মুছে নতুন আঁকা যাবে না; একান্ত প্রয়োজন হলে ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে।

প্রতিযোগিতা শেষে উপজেলা/থানা কমিটির উপস্থিতিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে এবং নির্বাচিত গ্রাফিতি ও চিত্রাঙ্কনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ীদের তালিকা পৃথকভাবে জেলা কমিটির নিকট প্রেরণ করা হবে।

প্রস্তুতি সভায় উপজেলা প্রকৌশলী আবু হানিফ, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow