মোহাম্মদ আলী হত্যার প্রধান আসামি সোনাই গ্রেফতার

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Jul 9, 2025 - 12:17
 0  4
মোহাম্মদ আলী হত্যার প্রধান আসামি সোনাই গ্রেফতার

চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি সোনাই (৩৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। সোমবার (৭ জুলাই) গভীর রাতে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপি’র কাফরুল থানা পুলিশ। এ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব-৪ ঢাকা ব্যাটালিয়নের সহযোগিতায় সংগীয় ফোর্স অংশ নেয়।

গ্রেফতারকৃত সোনাই কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের মৃত লইমুদ্দিন শেখের ছেলে। তার বাড়ি একই ইউনিয়নের খোকসা সাতপাখিয়ায়।

খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের পর থেকেই সোনাই পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ আলী হত্যা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও ছিল বিশেষ গুরুত্বে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনাইকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্তে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow