মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ নিয়ে আলোচনা সভা

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে ঈদুল আযহা পরবর্তী আনন্দ ভ্রমণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা সাংবাদিক কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয় দেউলভোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদ পরবর্তী ভ্রমণ পরিকল্পনা, গন্তব্য নির্ধারণ, অংশগ্রহণ, বাজেট এবং অন্যান্য সাংগঠনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নজরুল ইসলাম। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আবু নাসের খান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিছ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ মিঠু তালুকদারসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, ঈদ পরবর্তী এই ভ্রমণ শুধুমাত্র বিনোদনের নয়, এটি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ভ্রমণের তারিখ ও স্থান শিগগিরই নির্ধারণ করে তা সদস্যদের জানিয়ে দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
What's Your Reaction?






