মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সদরপুর উপজেলা বিএনপি কমিটির অভিযোগ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jul 9, 2025 - 11:42
 0  2
মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সদরপুর উপজেলা বিএনপি কমিটির অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা বিএনপির বর্তমান কমিটির নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, এই মানববন্ধনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং দলীয় নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় সদরপুর উপজেলার প্রধান সড়কে ‘তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বাতিলের দাবি তোলা হয়।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু ও সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা বলেন, “বিগত দিনে যারা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সেইসব নেতাকর্মীদের নিয়েই তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির বর্তমান কমিটি গঠিত হয়েছে।” তারা অভিযোগ করেন, “আজ যারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন, তারা অতীতে আওয়ামী দোসর নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের উদ্দেশ্য বিএনপির নেতৃত্বকে বিতর্কিত করা।”

তারা আরও বলেন, “এই কর্মসূচি তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে গিয়ে বাস্তবায়ন করা হয়েছে। এটি একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ, যা দলের ভেতর বিভ্রান্তি তৈরি করতে চায়।”

মানববন্ধন ও প্রতিবাদে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow