মাগুরা জেলা ক্রীড়া অফিসারের মৃত্যু

মাগুরা জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস বুধবার (৭ মে) মৃত্যুবরণ করেছেন। তিনি ২০১৯ সালের ২৯ আগস্ট জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভা চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি শহরের নতুন বাজারের ভাড়া বাসায় ফিরে যান। সেখানে তার দুই বছরের শিশু জ্বরে আক্রান্ত ছিল।
বুধবার সকালে অফিসে কাজ করার সময় তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও ক্রীড়াঙ্গণের বিভিন্ন খেলোয়াড় শোক প্রকাশ করেছেন।
What's Your Reaction?






