মাগুরায় ঐতিহ্যবাহী ‘মা’ দয়াময়ী পূজা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার সদরে অবস্থিত শতবর্ষী মা দয়াময়ী মন্দিরে ২০ মে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘মা’ দয়াময়ী পূজা। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করেন মন্দির কর্তৃপক্ষ।
পূজা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে সমবেত হন। পূজায় অংশ নেন তিনজন পুরোহিত, যারা সকাল থেকে বিকেল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এদিন মন্দিরে পূজা, বলি ও মায়ের নামে বিশেষ প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলার অন্যতম প্রাচীন এই পূজাটি স্থানীয়দের কাছে শুধুমাত্র ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য হয়।
মন্দির কর্তৃপক্ষ জানান, “মা’ দয়াময়ীর আশীর্বাদ পেতে প্রতিবছর এই দিনে হাজারো ভক্ত এখানে জড়ো হন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই পূজা উৎসবে অংশগ্রহণে যে সমন্বয়ের চিত্র দেখা যায়, তা মাগুরার ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।”
What's Your Reaction?






