মাগুরার শ্রীপুরে কুমার নদে মাছ ধরতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় কুমার নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রিমন হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিমন উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার (২৪ মে) সকালে রিমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের কুমার নদে মাছ ধরতে যায়। এ সময় বালিকাটা এলাকায় নদীর একটি বড় গর্তে হঠাৎ পা ফসকে পড়ে গভীর পানিতে তলিয়ে যায় সে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। প্রায় আড়াই ঘণ্টা তল্লাশির পর নদী থেকে রিমনের নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে।
What's Your Reaction?






