মাগুরায় জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 15, 2025 - 23:30
 0  2
মাগুরায় জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন

আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সমাবেশে যোগদানের লক্ষ্যে মাগুরা জেলা জামায়াতের পক্ষ থেকে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের দড়ি এলাকায় নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মাগুরা-২ আসনের মনোনীত সংসদ সদস্য অধ্যাপক এম.বি. বাকের। তিনি বলেন, “সমাবেশে ইসলামী দল ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেবেন। এটি হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে এক নতুন অধ্যায়।”

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনের মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সমাজে ন্যায় ও শান্তির প্রতিষ্ঠায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। অন্যান্য উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি আবদুল গাফফার, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার আমির অধ্যাপক আশরাফুল আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সবাই সমাবেশের গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে একযোগে সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক সহায়তা ও সম্পৃক্ততার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, মাগুরাসহ সারাদেশের মুসল্লিমান মহল ঐতিহাসিক এই সমাবেশে ব্যাপক উত্সাহ ও গণসমর্থন নিয়ে অংশগ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow