মাগুরায় জাতীয়তাবাদী কৃষক দলের পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মাগুরায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) ইটখোলা বাজারে জেলা কৃষক দলের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বিএনপি নেতা মাসুদ হাসান খান কিজিল, জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন ও সোহেল মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা জাতীয়তাবাদী কৃষক দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা সরকারের বিভিন্ন কৃষি নীতির সমালোচনা করে কৃষকদের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ