মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের হরতাল বিরোধী মিছিল

আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মধুখালী পৌর সদরের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তারা, শামীম আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব রায়হান মোল্যা, যুগ্ম আহ্বায়ক রাজু বিশ্বাস, সাবেক এজিএস বিপ্লব বিশ্বাস মিল্টন, তাবীব হাসান ইমন, রাকিব মোল্যা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিকাঈল হোসেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, শিমুল ব্যানার্জী, শিপন মৃধা প্রমুখ।
স্বেচ্ছাসেবক দল নেতারা জানান, হরতালের নামে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইলে মাঠেই প্রতিরোধ করা হবে।
What's Your Reaction?






