মধুখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 2, 2025 - 22:25
 0  4
মধুখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদপুরের মধুখালী উপজেলার কেন্দ্রীয় বাজার ও মধুখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী সোহাগ সাহা স্টোরকে ২ হাজার, হাজী বিরিয়ানি হাউজের মালিক জুয়েলকে ১ হাজার, অশোক স্টোরের মালিক অপু বিশ্বাসকে ১ হাজার এবং দ্বীন ইসলাম ডিম ভান্ডারের মালিক মফিজুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় শাওনের ফুটপাতের দোকানে অপরিচ্ছন্নতা ও নিম্নমানের খাদ্য পরিবেশনের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মৃধা মনিরুজ্জামান মন্নু, মর্নিং পোস্টের ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ সালমান আহমেদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক ডেসটিনির প্রতিনিধি রাজিব হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow