ভান্ডারিয়ায় চোরের হাতে ওয়ার্ড বিএনপি নেতার মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে রেজাউল করিম ঝন্টু (৪৫) নামে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ঝন্টু ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে কয়েকটি নারিকেল পাড়েন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। এ বিষয়ে হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় অভিযোগ জানান এবং ঝন্টুকেও অবহিত করেন। পরে ঝন্টু রুবেলকে নারিকেল ফিরিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু রুবেল তা মানতে অস্বীকৃতি জানান।
শুক্রবার সকালে মাসুদ রানাদের বাড়ির সামনে গেলে ঝন্টুর সঙ্গে রুবেলের দেখা হয়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই রুবেল হাতে থাকা চাকু দিয়ে ঝন্টুকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
What's Your Reaction?






