ভাঙ্গায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 8, 2025 - 17:43
 0  2
ভাঙ্গায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামে জমি দখল ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে নুরজাহান বেগম (৭৫) নামের এক বৃদ্ধার অবস্থা গুরুতর। সংঘর্ষে কয়েকটি বাড়িঘরও ভাঙচুর হয়েছে।

স্থানীয়রা জানান, বাচ্চু মাতুব্বর ও মিরান মাতুব্বর গংদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ ও দলাদলি চলছিল। সম্প্রতি গ্রামের হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসার পাশের এক প্রবাসী আশরাফ আলী মাতুব্বরের জমি নিয়ে দ্বন্দ্বের সূত্র ধরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রবাসী আশরাফ আলীর দাবি, মাদ্রাসার পাঠদানের স্থান সংকুলান না হওয়ায় তাঁর জমিতে একটি ঘর নির্মাণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ ভাড়া নেওয়ার প্রস্তাব দেয়। তিনি ভাড়া দেন এবং কয়েক মাস পর্যন্ত মাদ্রাসা ঘরটি ব্যবহার করে। তবে গ্রাম্য বিরোধের জেরে মিরান মাতুব্বর ও শওকত শেখ গংরা ওই জমি নিজেদের দাবি করে মাদ্রাসার পক্ষ থেকে ভাড়া প্রদান বন্ধ করে দেয়। এই ঘটনায় বাচ্চু মাতুব্বর ও আশরাফ আলী মাতুব্বর গং থানায় মামলা দায়ের করলে উভয় পক্ষ আদালতে হাজিরা দেন।

মঙ্গলবার কোর্ট থেকে ফেরার পথে প্রতিপক্ষ মিরান মাতুব্বর ও শওকত গংরা সংঘবদ্ধ হয়ে হাবিব ও মিজানুরের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় নুরজাহান বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে আশরাফপন্থীরা গ্রামে ফিরে প্রতিপক্ষকে খুঁজতে গেলে বিকেলে আবারো সংঘর্ষ বাধে।

দুই পক্ষের ঢাল, সরকি, রামদা ও টেটা ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষে অন্তত পাঁচজন আহত হন এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মিরান মাতুব্বর নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ সাদিক। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রিত রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow