ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ডোবায় পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে ডোবায় পড়ে গিয়ে এক ভাই ও বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয়রা সকালেই ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন—শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও মেয়ে জিন্নাত (৮)।
নিহতদের খালা ইয়াসমিন বেগম জানান, শান্তিনগরের একটি ডোবার পাশে প্রায়ই শাপলা তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরে শাপলা তুলতে গিয়ে তারা আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে ডোবার পানিতে দুটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






