ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি, বাসমতি চাউলসহ বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
রবিবার (১১ মে) বিজিবি কর্তৃক পরিচালিত এই অভিযানে জেলার হাকড়, মজলিসপুর, গুসাইপুর এবং কুমিল্লার পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক ও জামবাড়ী এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৫,০৮০ পিস ভারতীয় আতশবাজি, জিরা, বাসমতি চাউল, চা-পাতা, চকলেট এবং মাদকদ্রব্য হিসেবে গাঁজা, হুইস্কি, বিয়ার ও ইস্কাফ সিরাপ।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৮,৪১,৮৯০ টাকা। এসব মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
লে. কর্নেল জিয়াউর রহমান আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এসব অভিযানে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
What's Your Reaction?






