নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
May 12, 2025 - 12:38
 0  4
নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নোয়াখালী শহরে। শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণার পর এই হামলা চালানো হয়।

অভিযোগ পাওয়া গেছে, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলযোগে হামলা চালানো হয়। মোটরসাইকেলে দুই বা তিনজন করে লোক ছিল। হামলার পর বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় ভাঙচুর চালানো হয় এবং মূল্যবান মালামাল লুট করা হয়। হামলাকারীরা বাড়ির সামনে রাখা তিনটি গাড়িও ভাঙচুর করে এবং একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই তান্ডবের পর হামলাকারীরা চলে যায়।

হামলাকারীরা কিছু জানিয়ে না গেলেও, হামলার সময় তারা "জিয়ার সৈনিক" শ্লোগান দেয় বলে দাবি করেছেন পিন্টুর স্ত্রী সাবরিনা মাহজাবিন জয়ন্তী। তিনি আরও জানান, হামলা শেষে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর অভিযোগ করেন, "এ হামলা-ভাঙচুর বিএনপির কেউ করেনি। আমাদের দল এমন হামলার সমর্থন করেনা।"

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, হামলাকারীরা বাড়ির গ্লাস ভাঙচুর করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। তবে, এ পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow